ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

দর্শক আমাকে তাদের ভালোবাসায় রেখেছেন: খায়রুল বাসার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
দর্শক আমাকে তাদের ভালোবাসায় রেখেছেন: খায়রুল বাসার

খুব অল্প সময়েই দর্শকের মন জয় করে নিয়েছেন খায়রুল বাসার। দর্শকমহলো অভিনয় দিয়েই নিজের একটি আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে অনার্স সম্পন্ন করা এই মেধাবী অভিনেতা নিজেই শুরু থেকে গল্প এবং চরিত্র পছন্দের প্রতি ভীষণ চুজি ছিলেন। এখনো ঠিক তাই।

যে কারণে সাম্প্রতিক সময়ে একের পর এক ইউটিউবে প্রকাশ পাওয়া রুবেল হাসানের ‘দূরদেশ’, জুবায়ের ইবনে বকরের ‘খুনসুটি’, মারুফ হোসেন সজীবের ‘আমি এখানেই থাকবো, ওমর ফারুকের ‘চোখ যে মায়ের কথা বলে’ নাটক দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এই নাটকগুলোর প্রত্যেকটি চরিত্রেই খায়রুল বাসার অনবদ্য অভিনয় করেছেন।

খায়রুল বাসার জানান, ইতোমধ্যেই তিনি বেশ কয়েকজন পরিচালকের কাজ করেছেন, বেশ কয়েকজন পরিচালকের কাজ করবেন। যে কাজগুলো আগামী ঈদে কিংবা আগামী ভালোবাসা দিবসে প্রচারের জন্য নির্মিত হয়েছে। সেসব পরিচালকরা হচ্ছেন সাগর জাহান, মিজানুর রহমান আরিয়ান, ভিকি জাহেদ, আশিকুর রহমান, সাইফুল খান, সাজ্জাদ হোসাইন বাপ্পী, রাফাত মজুমদার রিংকু, পথিক সাধন, মুরসালিন শুভ’সহ আরও বেশ কয়েকজন পরিচালক।

খায়রুল বাসার এরইমধ্যে ব্র্যাক’র একটি জনসচেতনতা মূলক তথ্যচিত্রেও কাজ করেছেন। বারো পর্বের এই তথ্যচিত্রটিতে তারসঙ্গে আরও আছেন মনোজ প্রামাণিক ও কেয়া পায়েল।

এদিকে রোববার (০১ ডিসেম্বর) খায়রুল বাসারের জন্মদিন। মায়ের সঙ্গে আজকের দিনটিকে একটু বিশেষভাবে সময় কাটাবেন বিধায় আজ তিনি শুটিং রাখেননি। আবার সোমবার থেকে টানা বেশ কয়েকদিন জামালপুরে একটি নাটকের শুটিং-এ থাকবেন খায়রুল বাসার।

দর্শকের ভালোবাসায় খায়রুল বাসার হয়ে উঠা, অভিনয়ে মগ্ন থাকা এবং জন্মদিন প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, অভিনয় করতে ভীষণ ভালোলাগে আমার। অভিনয় করতে করতে শরীরে ক্লান্তি আসলেও মনে কোনো ক্লান্তি আসে না। অ্যাকশান বলার সঙ্গে সঙ্গেই শরীরের সেই ক্লান্তিও তৎক্ষনাৎই সরে যায়। দর্শক আমাকে তাদের ভালোবাসায় রেখেছেন, তারা আমার অভিনীত নাটকগুলো যে মনোযোগ দিয়ে দেখেন সেটা আমি উপলদ্বি করতে পারি। যে কারণে আগামীতে আরো ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে চাই।

তিনি আরও বলেন, আমি সবার সঙ্গেই অভিনয় করতে চাই। কারণ প্রত্যেক শিল্পীরই নিজস্বতা আছে। আর জন্মদিনে মায়ের সঙ্গে সময় কাটাব, মায়ের হাতের রান্না করা মজার মজার খাবার খাব। সবার দোয়া চাই।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।