ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হার্দিকের বাগদানে শুভেচ্ছা জানালেন সাবেক প্রেমিকা উর্বশী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
হার্দিকের বাগদানে শুভেচ্ছা জানালেন সাবেক প্রেমিকা উর্বশী

সম্প্রতি ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে সার্বিয়ান অভিনেত্রী-নৃত্যশিল্পী নাতাসা স্টানকোভিকের বাগদান হয়েছে। এ সুখবরের ওপর বড় চমক হলো, হার্দিককে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড সুন্দরী উর্বশী রউতেলা। চমক এজন্যই যে, উর্বর্শীর সঙ্গে হার্দিকের প্রেমের বেশ জোরালো গুঞ্জন ছিল। তাই সামাজিক মাধ্যমে এখন এটা নিয়েই চলছে খোশগল্প।

বুধবার নাতাসার সঙ্গে একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে হার্দিক লেখেন, ‘আমি তোমার, তুমি আমার। জানুক সারা হিন্দুস্থান।

০১.০১.২০২০ বাগদান করলাম। ’

এই পোস্টের পর বিরাট কোহলি, কে এল রাহুলসহ হার্দিকের বন্ধুরা ও ভক্তরা তাকে একের পর এক শুভেচ্ছায় সিক্ত করেন। শুভেচ্ছার তালিকায় ছিলেন আথিয়া শেঠি, তারা সুতরিয়া, সাগরিকা ঘাটগে প্রমুখ। এদের সবার সঙ্গেই হার্দিকের সম্পর্কের গুঞ্জন রয়েছে। সে সঙ্গে সবাইকে চমক দিয়ে হার্দিক পান্ডিয়াকে শুভেচ্ছা জানালেন উর্বশী রাউতেলা।  

হার্দিক পান্ডিয়া ও উর্বশী রাউতেলা।  ছবি: সংগৃহীত

হার্দিককে শুভেচ্ছা জানিয়ে ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘তোমার বাগদান উপলক্ষে শুভেচ্ছা জানাই। তোমাদের সম্পর্ক সবসময় অনেক অনেক ভালোবাসা ও সুখে ভরপুর থাকুক। তোমাদের বাগদানের মাহেন্দ্রক্ষণে উভয়ের জন্যই চমৎকার জীবন ও চিরন্তন ভালোবাসা কামনা করি। যদি তোমাদের কিছু প্রয়োজন হয়, আমি পাশে আছি। ’

২০১৮ সালে হার্দিকের সঙ্গে উর্বশীর প্রেমের খবর বেশ চাউর হয়েছিল। তাদেরকে একসঙ্গে দেখা গেছে অনেক জায়গায়। তবে তারা কখনো ঘোষণা দেননি তাদের সম্পর্কের। কিন্তু ভক্তরা কি আর ঘোষণার অপেক্ষায় থাকেন!

এর আগে ফিল্মি স্টাইলে নাতাসা স্টানকোভিককে সমুদ্রের মাঝে গিয়ে প্রেমের প্রস্তাব দেন হার্দিক পান্ডিয়া। সেসঙ্গে বাগদানের ঘোষণাটিও দিলেন আরেক সিনেমাটিক উপায়ে। ১৯৮০ সালের সিনেমা ‘শান’র একটি গানের ছন্দে ‘ম্যায় তেরা, তু মেরি জানে, সারা হিন্দুস্থান’।

নাতাসাও তার অঙ্গিকার ব্যক্ত করেছেন সংক্ষিপ্ত উত্তরে। তিনি লেখেন, ‘চিরদিনের জন্য, হ্যাঁ!’ 

সাবেক সুন্দরী মিস ইন্ডিয়া (ইউনিভার্স) বলিউডে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ‘সিং সাব দ্য গ্রেট’, ‘গ্রেট গ্রান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ৪’ ও ‘রেস ৩’ অন্যতম।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।