ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

রেসিং করতে গিয়ে দুর্ঘটনা, কেমন আছেন অজিত?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
রেসিং করতে গিয়ে দুর্ঘটনা, কেমন আছেন অজিত?

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। যিনি ভক্তদের কাছে ‘থালা অজিত’ নামেই পরিচিত।

এবার দুবাইয়ে কার রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন তিনি।

জানা গেছে, ঘণ্টায় ১৮০ কিমি বেগে তিনি গাড়ি চালাচ্ছিলেন। অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, দুর্ঘটনা হলেও অভিনেতা অক্ষতই রয়েছেন।

দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ২৪এইচ দুবাই ২০২৫-এ যোগ দিতে সেখানে গিয়েছেন অজিত। প্রথমবার তার রেসিং দল নিয়ে যোগ দিতে এসেছেন এই প্রতিযোগিতায়। আর তারই অনুশীলন চলছিল। এই প্রতিযোগিতার নিয়ম হল, ২৪ ঘণ্টা রিলে রেস। প্রত্যেক চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। সেইমতো এদিন অজিত অনুশীলন করছিলেন। কিন্তু তার অনুশীলন শেষ হওয়ার ঠিক আগে আচমকাই বিপুল বেগে চলতে থাকা গাড়িটি গিয়ে ধাক্কা মারে পথের ধারে।

ভাইরাল হয়েছে সেই ভিডিও। তাতে দেখা যাচ্ছে, কীভাবে ধাক্কা খেয়ে সাতবার দ্রুতবেগে পাক খেতে শুরু করেছে গাড়িটি। পরে অজিতকে বের করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।  

তামিল চলচ্চিত্রে অভিনয় করেন অজিত। তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণসহ মোট ২২টি পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি রেসিং কার ও বাইক চালানোও তার প্যাশন। মুম্বাই, চেন্নাই, দিল্লিতে বহু রেসিং প্রতিযোগিতায় তাকে অংশ নিতে দেখা গিয়েছে। জার্মানি এবং মালেয়েশিয়াসহ বিভিন্ন দেশেও রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।