ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডিএনসিসি নির্বাচনের মনিটরিং টিমের বৈঠক শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
ডিএনসিসি নির্বাচনের মনিটরিং টিমের বৈঠক শুরু

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কর্মকর্তা ও মেয়র প্রার্থীদের প্রতিনিধিগণের সমন্বয়ে গঠিত নির্বাচন মনিটরিং টিমের প্রথম বৈঠক শুরু হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকাল পৌনে পাঁচটায় আগারগাঁওয়ের ঢাকা উত্তর সিটি করপোরেশন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার মো. আবুল কাশেম।

 বৈঠকে আরও উপস্থিত আছেন ছয় মেয়র প্রার্থীর প্রতিনিধি ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।

এ টিম নির্বাচন বিষয়ে আইন, নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচনের সার্বিক বিষয় যথাযথ ও সঠিক ভাবে পালন হচ্ছে কিনা তা তদারকি করবে ও প্রতিফলনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এসএমএকে/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।