ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে সিইসির কাছে তাবিথের নালিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে সিইসির কাছে তাবিথের নালিশ তাবিথ আউয়াল

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনী প্রচারচলাকালে কর্মীদের মারধর ও মাইক্রোফোন ভাঙচুরের অভিযোগ এনে ৩৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে নালিশ করেছেন বিএনপি মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে সিইসি কাছে ওই নালিশের একটি চিঠি দেন তাবিথের একজন প্রতিনিধি।

চিঠিতে তাবিথ উল্লেখ করেছেন, ডিএনসিসি নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।

আমার পক্ষে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ২১ বিধি অনুযায়ী বিধিসম্মতভাবে সোমবার ১৩ জানুয়ারি (সোমবার) বিকেল ৩টায় নির্দিষ্ট সময়ে মাইক্রোফোনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলো। কিন্তু, মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ৩৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীরের নেতৃত্বে কতিপয় উচ্ছৃঙ্খল কর্মীরা আমার ডিআইটি প্রজেক্ট এলাকায় আমার নির্বাচনী প্রচারণারতদের মাইক্রোফোন ভাঙচুর ও মারধর করেছেন। এরূপ অনভিপ্রেত গোলযোগ ও উচ্ছৃঙ্খল আচরণ এবং বেআইনি বলপ্রয়োগ বিধিমালার ১৮ বিধির সুস্পষ্ট লংঘন।

আচরণ বিধিমালার সুস্পষ্ট লংঘনের ঘটনাটির তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধও জানিয়েছেন তাবিথ।

এর আগেও তাবিথ আউয়াল দু’টি অভিযোগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রিটার্নিং অফিসার মো. আবুল কাসেম।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দু’সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।