ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রথম ধাপে চার উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
প্রথম ধাপে চার উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী নির্বাচন কমিশন ভবনের ফাইল ছবি

ঢাকা: প্রথম ধাপের ৮৬ উপজেলা পরিষদের নির্বাচনে মোট ১ হাজার ৮৮টি মনোনয়নপত্র জমা পড়েছে। এদের মধ্যে চেয়ারম্যান পদে একজন করে মনোনয়নপত্র দাখিল হয়েছে চার উপজেলায়।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ হিসাব দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা।

১ হাজার ৮৮ জনের মধ্যে চেয়ারম্যান পদে ২৮৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৮৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন ৩১৫ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এসব প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

কারণ, চেয়ারম্যান পদে জামালপুরের সরিষাবাড়ি, মেলান্দহ, মাদারগঞ্জ ও জয়পুরহাট সদর উপজেলায় একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে সিরাগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় একজন করে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাজশাহীর গোদাগাড়ী ও সিরাজগঞ্জের শাহজাদপুরে একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রথম ধাপে ১০ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ১২ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১,২০১৯
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।