ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

খুলনা-৬ আসনের ধানের শীষের প্রার্থীর ভোট বর্জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
খুলনা-৬ আসনের ধানের শীষের প্রার্থীর ভোট বর্জন আবুল কালাম আজাদ

খুলনা: খুলনা-৬ আসনের ধানের শীষের প্রার্থী ও খুলনা মহানগর জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ ভোট বর্জন করেছেন। আবুল কালাম আজাদ বর্তমানে কারাগারে রয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর জামায়াতের অ্যাসিট্যান্ট জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

খুলনা-৬ আসনের অন্যান্য প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আখতারুজ্জামান বাবু (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলনের গাজী নূর আহমেদ (হাতপাখা), জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন (গোলাপ ফুল), কমিউনিস্ট পার্টির সুবাস চন্দ্র সাহা (কাস্তে) ও বাংলাদেশ ন্যাশনাল পার্টির মির্জা গোলাম আজম (টেলিভিশন)।



বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।