ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৈদেশিক মুদ্রায় লেনদেন সহজ হলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
বৈদেশিক মুদ্রায় লেনদেন সহজ হলো

ঢাকা: ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই এক লাখ মার্কিন ডলার অথবা আগের বছরের বিক্রয়ের (ঘোষিত) এক শতাংশ দুটির মধ্যে যেটি বেশি সেই পরিমাণ অর্থ প্রয়োজনীয় ব্যয়ের জন্য বিদেশে পাঠাতে পারবে।

সোমবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এবিষয়ে একটি সার্কুলার জারী অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, এখন থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিগত বছরের আয়কর বিবরণীতে ঘোষিত ব্যয়ের এক শতাংশ অথবা এক লাখ মার্কিন ডলার যেটা বেশি হবে সেই পরিমাণ অর্থ দিয়ে বিদেশ থেকে কেনাকাটায় ব্যয় করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এসই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।