ঢাকা: অ-ব্যাংকি আর্থিক প্রতিষ্ঠানের অধীনে বিতরণকৃত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) এবং অন্যান্য খেলাপির বিপরীতে প্রভিশন বা সংস্থান সংরক্ষণে নতুন সার্কুলার জারি করল বাংলাদেশ ব্যাংক।
বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সম্পর্কিত সার্কুলার জারি করে সব অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে পাঠানো হয়েছে।
নতুন নির্দেশ অনুযায়ী, সিএমএসএমই ঋণের নিম্নমান বা প্রাথমিক মানের খেলাপি ঋণের বিপরীতে ৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। সন্দেহমান বা মধ্যম মানের খেলাপি ঋণের বিপরীতে ২০ শতাংশ হারে আর মন্দ ও ক্ষতি মানের খেলাপি ঋণের বিপরীতে শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে হবে।
সিএমএসএমই ঋণ বাদে অন্যান্য সব ঋণের খেলাপি ঋণে নিম্নমানের বিপরীতে ২০ শতাংশ, সন্দেহজনক ঋণের বিপরীতে ৫০ শতাংশ এবং মন্দ ও ক্ষতি মানের ঋণের বিপরীতে শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে হবে।
আগে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সিএমএসএমই-সহ অন্যান্য সব ঋণের খেলাপির বিপরীতে একই হারে প্রভিশন বা সংস্থান সংরক্ষণের বিধান ছিল।
‘বিশেষ উল্লেখ হিসাব’ এর অধীনে শ্রেণিকৃত ঋণ বা লিজ হিসাবের বকেয়া স্থিতি থেকে স্থগিত সুদ বাদ দেওয়ার পর প্রাপ্ত স্থিতির ওপর ৫ শতাংশ হারে প্রভিশন বা সংস্থান সংরক্ষণ করতে হবে। তবে সিএমএসএমই ঋণের ক্ষেত্রে সংরক্ষিতব্য সংস্থানের হার হবে দশমিক ২৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক বলছে, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান খাতে বিনিয়োগ উৎসাহিতকরণ এবং এ খাতে ঋণ ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ফাইন্যান্স কোম্পানিগুলোর জন্য সিএমএসএমই খাতে প্রদত্ত ঋণের বিপরীতে রক্ষিতব্য সংস্থানের হার পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
জেডএ/এমজেএফ