ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেড়েছে বিক্রি, ঘুরে দাঁড়াচ্ছে সিমেন্ট শিল্প

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
বেড়েছে বিক্রি, ঘুরে দাঁড়াচ্ছে সিমেন্ট শিল্প প্রতীকী ছবি

ঢাকা: ধীরগতিতে হলেও দেশে বিক্রি বাড়ছে সিমেন্টের। তবে সিমেন্ট প্রস্তুতকারকদের ধারণা, এ বছর মুনাফা অর্জন সম্ভব হবে না।

২০২০ সালের শেষের দিকে গত বছর যা বিক্রি হয়েছিল তার ৮০ শতাংশ সিমেন্ট বিক্রি হতে পারে।  

বেঙ্গল সিমেন্টের প্রধান পরিচালন কর্মকর্তা আসাদুল হক সুফিয়ানি বলেন, আগস্টের তুলনায় সিমেন্ট বিক্রি ৭ ভাগ বেড়েছে। তাই করোনাভাইরাস মহামারির কারণে সিমেন্ট খাতে যে ধস নেমেছিল ভবিষ্যতে তা কাটিয়ে উঠার বিষয়ে আশাবাদী তারা।

গত জুলাইয়ে সরকারের বড় বড় উন্নয়ন প্রজেক্টের কাজ শুরুর পর সিমেন্টের সরবরাহে বড় আকারের অর্ডার আসছে। প্রবাসীরা কাজে ফিরে যাওয়ায় ঘুরে দাঁড়াচ্ছে গ্রামীণ অর্থনীতিও। যার ইতিবাচক প্রভাব সিমেন্ট খাতে পড়ছে বলে জানান সুফিয়ানি।

বসুন্ধরা সিমেন্টের প্রধান বিপণণ কর্মকর্তা খন্দকার কিংশুক হোসাইন জানান, বিক্রি বাড়লেও সিমেন্ট শিল্পে এ বছর প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়।

তিনি বলেন, গত বছরের মতো বসুন্ধরা সিমেন্টের পক্ষে এ বছর প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। তবে বিক্রি আগের মতো স্বাভাবিক হতে পারে।

প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হকও জানান, সম্প্রতি বিক্রি বাড়লেও সিমেন্ট প্রস্তুতকারকরা এ বছর মুনাফা করতে পারবে না।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।