ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেনীতে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
ফেনীতে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ

ফেনী: ফেনীতে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে ১০ কৃষকদলের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক তোফায়েল আহমেদ চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, প্রকল্প পরিচালক লুৎফর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, প্রকল্প মনিটরিং অফিসার আবু নঈম মো. সাইফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপপরিচালক তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর ও চট্টগ্রাম কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার প্রতিটি উপজেলায় ১০টি কৃষক দলের প্রত্যেককে ৮০ হাজার সমমূল্যের সেচ উপকরণ দেওয়া হচ্ছে। প্রতি দলে রয়েছে ৩০জন কৃষক।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, দেশ স্বাধীন হওয়ার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের কৃষকদের বাঁচানোর জন্য ব্যাপক ভর্তুকি দিয়েছিলেন।  

কৃষি সম্প্রসারণ ফেনীর উপপরিচালক বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ, প্রণোদনাসহ সব ধরনের সহায়তা দেওয়া হয়। সরকার থেকে বরাদ্দ করা এ সব উপকরণ সঠিকভাবে ব্যবহৃত হলে ভবিষ্যতে এ ধরনের সহায়তা আরও বাড়ানো হবে।

প্রকল্প পরিচালক লুৎফর রহমান বলেন, সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে পাঁচ জেলার কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের বিভিন্ন ধরনের কৃষি উপকরণ ও সহায়তা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।