ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনলাইনে খোলা যাবে এসআইবিএলের ব্যাংক অ্যাকাউন্ট

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
অনলাইনে খোলা যাবে এসআইবিএলের ব্যাংক অ্যাকাউন্ট

ঢাকা: ব্যাংকের শাখায় না গিয়েই গ্রাহকরা অনলাইনে যেকোন সময় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এজন্য ব্যাংকটি চালু করেছে ই-অ্যাকাউন্ট সেবা।

বুধবার (১৪ অক্টোবর) এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ই- অ্যাকাউন্ট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, আইসিটি ডিভিশনের প্রধান মো. সুলতান বাদশা, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং কার্ড ডিভিশনের প্রধান শরিফ আল কাশেম।

এ সময় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড প্রযুক্তি-ভিত্তিক ব্যাংকিংসেবা দিতে সবসময় অগ্রগামী এবং সে লক্ষ্যে ব্যাংকিং অ্যাপসহ নানা প্রযুক্তি চালু করেছে। এরই ধারাবাহিকতায় উদ্বোধন করা হলো অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা। গ্রাহকরা যেকোনো জায়গা থেকে যেকোনো সময় ব্যাংকের মোবাইল অ্যাপ এসআইবিএল নাও ব্যবহার করে ব্যাংক হিসাব খুলতে পারবেন এবং এর জন্য গ্রাহকদের শাখায় আসতে হবে না।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।