ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ছুটির দিনে পেঁয়াজ বাজারে অভিযান-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
ছুটির দিনে পেঁয়াজ বাজারে অভিযান-জরিমানা

ঢাকা: সাপ্তাহিক ছুটির দিনে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভোক্তা স্বার্থবিরোধী অভিযোগে ৩৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার সারাদেশে পেঁয়াজ, আদা, আলু ও চালসহ অন্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রশিদের গরমিল, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল পণ্য ও ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ৩৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

তদারকিকালে পেঁয়াজের মূল্যে কারসাজি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে অযথা আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ না কিনতে অনুরোধ করা হয় ভোক্তাদের।
টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমও (ট্রাক সেল) মনিটরিং করা হয়।

ঢাকার কারওয়ান বাজার, মালিবাগ বাজার, খিলগাঁও বাজার, মিরপুর শাহ আলী বাজার, মিরপুর ৬ নম্বর বাজারে এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী রায়।

এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে ১৬টি টিম বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
ইএআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।