ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে চলছে টিসিবির পণ্য বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
বরিশালে চলছে টিসিবির পণ্য বিক্রি  

বরিশাল: বরিশালেও শুরু হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম।  

প্রথম দিন টাকা জমা দিয়ে পণ্য নিতে ডিলারদের কিছুটা বাড়তি সময় লেগেছে বলে জানিয়েছেন ডিলাররা।

আর তারপরেই শুরু হয়েছে পণ্য বিক্রির কার্যক্রম।  

টিসিবি সূত্রে জানা গেছে, বরিশাল মহানগরীতে ৫টি পয়েন্টে পণ্য বিক্রি শুরু হয়। যেখানে পেঁয়াজ, ডাল, চিনি ও তেল এই ৪টি পণ্য বিক্রি করা হচ্ছে।  

বরিশাল বিভাগে মোট ২০টি পয়েন্টে এক যোগে এই পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন টিসিবির বরিশাল অঞ্চলের অফিস প্রধান আয়শা বেগম।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।