ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে এখনই পরিকল্পনা নিতে হবে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে এখনই পরিকল্পনা নিতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়: করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধানের এখনই সরকারকে ভালো পরিকল্পনা গ্রহণ করার কথা বলেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের(সিপিডি) এক্সিকিউটিভ ডিরেক্টর ড. ফাহমিদা খাতুন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশে কভিড-১৯ এর প্রাদুর্ভাবের প্রেক্ষিতে বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও), সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ (সিজিএস), ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত উন্মুক্ত তথ্যের ভিত্তিতে সামাজিক উত্তেজনা, উদ্বেগ, ও সংহতি পর্যবেক্ষণে ই-সেমিনার সিরিজ আন্ডারস্ট্যান্ডিং কভিড-১৯ প্যান্ডামিত: দ্য পাওয়ার অফ ডাটা নিয়ে আলোচনায় তিনি এ কথা বলেন।

 

কভিড-১০ অ্যান্ড বাংলাদেশ: রেসপন্স অ্যান্ড রেসিলাইয়েন্স শীর্ষক ই-সেমিনার সিরিজের পঞ্চম পর্বে আলোচক হিসেবে ছিলেন অ্যাকশন-এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। সঞ্চালক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ (সিজিএস) এর পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ।

ড. ফাহমিদা খাতুন বলেন, করোনা পরবর্তী অর্থনীতি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাবে। আমাদেরকে ভালো পরিকল্পনা গ্রহণ করতে হবে। করোনা পরবর্তী ২-৩ বছর অর্থনীতি পুনরুদ্ধার করা অনেক কঠিন হবে। সরকারকে এখনই পরিকল্পনা গ্রহণ করতে হবে কিভাবে আমরা আমাদের অর্থনীতি পুনরুদ্ধার বা নির্মাণ করব।

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, করোনায় সংক্রমণ লুকানো গেলেও মৃত্যু লুকানো যায় না। জনগণও একটা সংবাদ পেয়ে গেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশ করোনার ক্ষতি মোকাবেলা করতে সক্ষম হবে। বাংলাদেশে সংক্রমণ বেশি হলেও ডেথ ফিগার কম। এদকি থেকে আমরা বেটার পজিশনে রয়েছি।

বাংলাদেশ সময় ২৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
এসকেবি/এসই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।