ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনলাইন মিটিং সেবার বিল ভার্চ্যুয়াল কার্ডে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
অনলাইন মিটিং সেবার বিল ভার্চ্যুয়াল কার্ডে ছবি: সংগৃহীত

ঢাকা: অনলাইনে প্রশিক্ষণ, ব্যবসা-বাণিজ্য, আলোচনা, সভা-সেমিনার সেবা দানকারী প্লাটফর্মগুলোর বিল পরিশোধের জন্য ভার্চ্যুয়াল বা এককালীন কার্ড চালু করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।


 
এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম অনলাইনে করা হচ্ছে। এসব কার্যক্রমে ব্যবহৃত জুম, গুগল মিট, স্কাইপ ও সিসকো ওয়েবেক্সের মতো প্লাটফর্মের সেবার বিল বাংলাদেশ থেকে পরিশোধের সহজ কোনো ব্যবস্থা নেই। এখন থেকে ব্যাংকগুলো যথাযথ কর পরিশোধ করে এসব সেবার বিল পরিশোধ করতে পারবে এবং প্রয়োজন হলে আলাদা কার্ডও ইস্যু করতে পারবে।
 
এছাড়া বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনলাইন ক্লাস চলার বিষয়টি নিশ্চিত করে দুই সেমিস্টার ফি’র টাকাও ব্যাংকগুলো ছাড় করতে পারবে।
 
করোনা ভাইরাসের কারণে চালু হওয়া অনলাইন মিটিং, ক্লাস ও অন্যান্য ব্যবসা বাণিজ্যের কার্যক্রম পরিচালনার সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বিল দেওয়ার ব্যবস্থা আরও সহজ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক এ প্রজ্ঞাপন জারি করেছে।
 
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
এসই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।