ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিএসইর আপডেট ভার্সনের ওয়েবসাইট উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
ডিএসইর আপডেট ভার্সনের ওয়েবসাইট উদ্বোধন

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আপডেট ভার্সনের ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান এর উদ্বোধন করেন।

জানা যায়, ডিএসইর বর্তমান ওয়েবসাইটটি ২০০৭ সালে তৈরি করা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে নতুন পেজ সংযোজন করা হয়েছে। ইংরেজি ভাষার পাশাপাশি ২০১৩ সালে বাংলা সংস্করণ চালু করা হয়।

ওয়েবসাইটির বিভিন্ন পেইজের ভিউয়ের ওপর ভিত্তি করে ও চুক্তিভিত্তিক বিজ্ঞাপনের মাধ্যমে আয় করে থাকে। পর্যায়ক্রমে সাইটটির তথ্য ও ব্যবহার বেড়েছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে মঙ্গলবার সবশেষ প্রযুক্তিটি আপডেট করা হয়েছে।

আপডেট সাইটটি খুব ব্যবহারবান্ধব ও রেসপনসিভ হবে বলে মনে করছে ডিএসই। যা ব্যবহারকরীর চাহিদা অনুযায়ী প্রদর্শনের ব্যবস্থা এবং এক্সিলারেটেড মোবাইল পেজের (এএমপি) বৈশিষ্টগুলোর সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করবে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।