ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গভর্নরের সঙ্গে ডিএসইর বৈঠক বিকেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
গভর্নরের সঙ্গে ডিএসইর বৈঠক বিকেলে ...

ঢাকা: পুঁজিবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধি দল।

বৈঠকটি মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।

ডিএসইর ডিজিএম ও জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ডিএসইর বৈঠক আজ বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। বৈঠকে ডিএসইর চেয়ারম্যানসহ একটি প্রতিনিধি দল অংশ নেবেন।

জানা গেছে, ডিএসইর প্রতিনিধি দলে থাকবেন চেয়ারম্যান ইউনুসুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, সালমা নাসরিন ও শাকিল রিজভী।

বৈঠকে পুঁজিবাজারে বন্ডের ব্যবহার ও ব্যাংকের বিনিয়োগসহ নানা বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।