ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংক-সহজের মধ্যে চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
সিটি ব্যাংক-সহজের মধ্যে চুক্তি সই

ঢাকা: সম্প্রতি বেসরকারিখাতের সিটি ব্যাংক ও সহজ ডটকমের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। রোববার (১৬ আগস্ট) ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই চুক্তির ফলে এখন থেকে সহজের সেবার বিপরীতে সিটি ব্যাংকের প্ল্যাটফরম ব্যবহার করে ডিজিটালি আর্থিক লেনদেন করা যাবে।  

সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং সহজের ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।