ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চামড়ার দাম মাত্র ১০ টাকা!

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ২, ২০২০
চামড়ার দাম মাত্র ১০ টাকা! ছাগলের চামড়ায় লবণ দিতে ব্যস্ত শ্রমিক। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: মাত্র ১০ টাকায় বিক্রি হচ্ছে কোরবানির ছাগলের চামড়া। যদিও প্রতি চামড়াতেই পরিবহন খরচই রয়েছে ২০ টাকা, আর কেনা দাম তো রয়েছেই।

ফলে বিপদে পড়েছেন চামড়ার মৌসুমি ব্যবসায়ীরা।

রোববার (২ আগস্ট) রাজধানীর চামড়ার পাইকারি আড়ত লালবাগের পোস্তা ঘুরে এমন চিত্র দেখা যায়।  

সরেজমিনে দেখা যায়, ১০ টাকায়ও ছাগলের চামড়া নিতে চাচ্ছেন না পাইকারি আড়তদাররা। কেউ কেউ এ চামড়ারপাঁচ টাকাও দাম বলছেন।  

মৌসুমি ব্যবসায়ীরা জানিয়েছেন, ছাগলের চামড়া প্রতি পিস ঢাকায় আনাসহ কেনার খরচ পড়েছে গড়ে ১২০ টাকা। অথচ পাইকারি আড়তদাররা সিন্ডিকেট করে মাটিতে নামিয়েছে দাম। প্রতি পিসে ১১০ টাকা লোকসান দিতে হচ্ছে। কেউ কেউ ১০ টাকায় বিক্রি না করে ফেলে দিচ্ছেন ছাগলের চামড়া।

মৌসুমি চামড়া ব্যবসায়ী আশিক মিয়া বাংলানিউজকে বলেন, এক পিস চামড়ায় খরচই রয়েছে ২০ টাকা। আর কেনা দাম বাদই দিলাম। সেই হিসেবে ১০ টাকা বিক্রি হলে পরিবহন খরচের ৫০ শতাংশ উঠলো। কিন্তু চামড়ার দাম কই। এক একটি চামড়া গড়ে ১০০ টাকায় কিনতে হয়েছে।  

তবে পাইকারি ব্যবসায়ী নজিব মিয়া বলছেন, চামড়ার গুণগত মান নষ্ট হয়েছে। তাই তারা ১০ টাকা দামে চামড়া কিনছেন।  


বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ০২, ২০২০
টিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।