ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপকসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপকসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা: বেসিক ব্যাংকের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির গুলশান শাখার সাবেক ব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২২ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের গুলশান শাখার সাবেক ব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।  

মামলায় মেসার্স টাইটান অ্যাপারেলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসিবুর রহমান, মেসার্স টাইটান অ্যাপারেলস্ লিমিটেডের পরিচালক মোসা. আরশিয়া আতিক ও বেসিক ব্যাংক গুলশান শাখার ব্যবস্থাপক (চাকরিচ্যুত) এস আসিফ আহমেদকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে বিভিন্ন প্রকার অনিয়ম, দুর্নীতি, অপরাধমূলক বিশ্বাসসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০০৮ সালের ৮ অক্টোবর থেকে ২০১২ সালের ৪ জানুয়ারি পর্যন্ত বেসিক ব্যাংকের ৮ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ৮৮৪ দশমিক ৪৯ (আট কোটি ছিয়ানব্বই লাখ সাতাত্তর হাজার আটশ চুরাশি দশমিক চার নয়) টাকা আত্মসাৎ করেন।  

তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা সহদুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।