ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনায় এসবিএসি ব্যাংকের শাখা ব্যবস্থাপকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
করোনায় এসবিএসি ব্যাংকের শাখা ব্যবস্থাপকের মৃত্যু ...

ঢাকা: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার ও হাসনাবাদ শাখার ব্যবস্থাপক মো. তোফাজ্জল হোসেন ভুঁইয়া (৪৫)।

সোমবার (২০ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দুপুর ২টার দিকে রাজধানী গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুমিল্লার চান্দিনা উপজেলা নিবাসী তোফাজ্জল হোসেন মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও  মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জুনের শেষের দিকে তিনি অসুস্থ হন এবং গত ৫ জুলাই তার করোনা পজিটিভ ধরা পড়ে। অসুস্থতার পর থেকে তিনি বাসায় চিকিৎসাধীন ছিলেন। তবে শ্বাসকষ্ট বাড়ায় ১৭ জুলাই ভোরে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের করোনো ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।

তোফাজ্জল হোসেনের মৃত্যুতে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।