ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সুগন্ধি চাল রপ্তানির অনুমোদন বাণিজ্য মন্ত্রণালয়ের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
সুগন্ধি চাল রপ্তানির অনুমোদন বাণিজ্য মন্ত্রণালয়ের ফাইল ছবি

ঢাকা: এফসি ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে এক হাজার মেট্রিক টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

তবে এ চাল রপ্তানি সংক্রান্ত সংশ্লিষ্ট কাগজ বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিলসহ মানতে হবে কিছু শর্ত।

সম্প্রতি এফসি ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে এ চাল রপ্তানির অনুমোদন দিয়ে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দফতরে চিঠি দিয়েছে বণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চাল রপ্তানিকারক প্রতিষ্ঠান এফসি ট্রেডিং কর্পোরেশনের আবেদনের প্রেক্ষিতে এ অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরকে বলা হয়েছে।

সুগন্ধি চাল রপ্তানির ক্ষেত্রে শর্তগুলো হলো:
রপ্তানির নীতি ২০১৮-২০২১ অনুসরণ করতে হবে; রপ্তানিযোগ্য সুগন্ধি চাল ট্রান্সপারেন্ট প্যাকেটে প্যাকেটজাত করতে হবে; শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রপ্তানিকৃত পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে; রপ্তানিকৃত সুগন্ধি চাল জাহাজিকরণ শেষে রপ্তানি সংক্রান্ত সংশ্লিষ্ট সকল কাগজ বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। এছাড়া এই অনুমতির মেয়াদ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।