ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আকিজ সিরামিকসের অরা ব্র্যান্ডের ভার্চ্যুয়াল লঞ্চিং

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জুন ১৪, ২০২০
আকিজ সিরামিকসের অরা ব্র্যান্ডের ভার্চ্যুয়াল লঞ্চিং

ঢাকা: আকিজ সিরামিকস এলিগেন্ট টাইলসের নতুন ব্র্যান্ড অরা-এর প্রথম ভার্চ্যুয়াল লঞ্চিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আকিজ হাউজ থেকে অনলাইনে এ ইভেন্ট পরিচালিত হয়।  

আকিজ সিরামিকসের এ প্রথম ভার্চ্যুয়াল ব্র্যান্ড লঞ্চিং ব্র্যান্ডিংয়ের ডিজিটাল যুগের পথে এক নতুন ধাপ।

আভিজাত্যের মূলমন্ত্র নিয়ে সৃষ্টি হওয়া আকিজ সিরামিকসের অরা দেয় সাইজ ও ডিজাইনের অসংখ্য ভ্যারিয়েশন। ওয়াল ও ফ্লোর টাইলসের এ কমপ্লিট কালেকশন অরা (Aura) তৈরি হয় ইউরোপিয়ান টেকনোলজিতে এবং আকিজ সিরামিকসের নিখুঁত পণ্যের প্রতিশ্রুতিকে করে তোলে আরও সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী।

অরা-এর লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন- আকিজ সিরামিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সেখ বশির উদ্দিন, ডিরেক্টর, সেল্স অ্যান্ড মার্কেটিং, মোহাম্মদ খোরশেদ আলম।  

করোনার এ ক্রান্তিকালে সবার সুরক্ষা নিশ্চিত করার জন্য সব বিজনেস অ্যাসোসিয়েট এবং আকিজ সিরামিকস লিমিটেড সেল্স ও মার্কেটিং টিম এ লঞ্চ ইভেন্টে অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করে। অরা-এর অসংখ্য ডিজাইন ও সাইজের ভ্যারিয়েশন গ্রাহকের কাছে একে আকর্ষণীয় করে তুলবে বলে লঞ্চ ইভেন্টে অংশগ্রহণকারী বিজনেস অ্যাসোসিয়েটরা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুন ১৪, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।