ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শেখ মুজিবের নামে প্রতিষ্ঠানে অনুদানের বিপরীতে কর রেয়াত বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
শেখ মুজিবের নামে প্রতিষ্ঠানে অনুদানের বিপরীতে কর রেয়াত বাতিল

ঢাকা: শেখ মুজিবুর রহমানের নামে হওয়া জাতীয় প্রতিষ্ঠানে অনুদানের বিপরীতে আয়কর রেয়াত সুবিধার বিধান বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর থেকে সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর গত ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।  

প্রজ্ঞাপনে বলে হয়েছে, আয়কর আইনের ৬ষ্ঠ তফসিলের ৩ নম্বর অংশের অনুচ্ছেদ ২ এর দফা ১৫ বাতিল করা হলো। ওই দফায় বলা হয়েছিল- জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসাবে প্রদত্ত যেকোনো পরিমাণ অর্থ কর রেয়াতের জন্য প্রযোজ্য হবে।

২০২৩ সালের আয়কর আইনের ৭৬ ও ৭৮ ধারা অনুযায়ী এ সুবিধা দেওয়া হয়। মোট ২০টি খাতে বিনিয়োগ ও দান করলে একজন করদাতা আয়কর রেয়াত বা তার প্রযোজ্য কর থেকে কম প্রদান করার সুযোগ মিলবে।

গত ১৬ অক্টোবর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার তাকে (শেখ মুজিবুর রহমান) ‘জাতির পিতা’ মনে করে না। ওই একই দিন অন্তর্বর্তী সরকার ৭ মার্চ ও ১৫ আগস্টসহ আটটি জাতীয় দিবস বাতিল করে পরিপত্র জারি। আর গত ১১ নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে মেখ মুজিবের ছবি নামিয়ে ফেলার কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
জেডএ/নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।