ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিএসএফসহ ১০ জন করোনা আক্রান্ত হওয়ায় আখাউড়া স্থলবন্দর বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুন ৭, ২০২০
বিএসএফসহ ১০ জন করোনা আক্রান্ত হওয়ায় আখাউড়া স্থলবন্দর বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া: ভারতের ত্রিপুরা রাজ্যে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আট সদস্যসহ ১০ জন করোনা আক্রান্ত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে কোনো পণ্য নিচ্ছে না ভারতীয়রা।

রোববার (০৭ জুন) বন্দর দিয়ে পণ্য রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা বাংলানিউজকে জানান, ওপারে দায়িত্বরত আটজন বিএসএফ সদস্য, একজন
স্বাস্থ্যকর্মী ও একজন কর্মচারীর করোনা পজেটিভ আসার খবরে সেখানে বাণিজ্য বন্ধ রাখা সিদ্ধান্ত হয়।

যে কারণে কোনো পণ্য যাচ্ছে না। পণ্যবাহী ছয়টি ট্রাক আটকা পড়ে আছে।

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি প্রদেশে মাছ, পাথরসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ০৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।