ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৈদেশিক মূদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, জুন ৪, ২০২০
বৈদেশিক মূদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো

ঢাকা: দেশে বৈদেশিক মূদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৩৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন করোনা ভাইরাসের কারণে বৈদেশিক বাণিজ্য কম হলেও দেশে-বিদেশি উন্নয়ন সহযোগীদের বিনিয়োগ আসায় রিজার্ভের পরিমাণ বেড়েছে।

বুধবার (৩ জুন) দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৩ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৪২৩ কোটি টাকা।

এর আগে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর দেশে বৈদেশিক মূদ্রার রিজার্ভ সর্বোচ্চ হয়েছিল ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন বা ৩ হাজার ৩৬৮ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, রিজার্ভের পরিমাণ বাড়ানোর জন্য প্রবাসীদের পাঠানো আয়ই সবচেয়ে বেশি বা মূল চাবিকাঠি।

২০১৯ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ২ জুন পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশ বেশি।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এসই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।