ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আবারো রাঙামাটির সব মার্কেট-দোকান বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মে ২০, ২০২০
আবারো রাঙামাটির সব মার্কেট-দোকান বন্ধ ঘোষণা

রাঙামাটি: রাঙামাটির সব ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল-মার্কেট বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। 

বুধবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় বলা হয়, আগের মতো ওষুধের দোকান, মুদির দোকান এবং রিচার্জের দোকানসহ জরুরি সেবার সব প্রতিষ্ঠান খোলা থাকবে। এছাড়া সব প্রকার পরিবহন চলাচল আগের মতো বন্ধ থাকবে।

রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন, সেনাবাহিনীর রাঙামাটি জোনের স্টাফ অফিসার মেজর নাজমুল ইসলাম, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবু সৈয়দ, রিজার্ভবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার মিয়া ভানু, তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জহির আহমেদ সওদাগর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মে ২০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।