ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে প্রতিদিন ৩০ স্পটে দেওয়া হচ্ছে টিসিবির পণ্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ১৬, ২০২০
বরিশালে প্রতিদিন ৩০ স্পটে দেওয়া হচ্ছে টিসিবির পণ্য

বরিশাল: বরিশালে প্রতিদিন ৩০টি স্পটে দেওয়া হচ্ছে টিসিবির পণ্য। প্রতিদিনের মতো শনিবারও (১৬ মে) সকাল ১১টার দিকে শুরু হয় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। 

নগরের ১১টি স্পটে বিক্রি করা হচ্ছে টিসিবির পণ্য। বাকী ১৯টি স্পট বরিশাল জেলার নয় উপজেলায়।

প্রতিদিন এ ৩০ স্পটে ২৫ টন চিনি, ৬ টন মশুরের ডাল, ৬০ হাজার লিটার সবায়িন তেল ও ১৫ টন পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।  

এরমধ্যে জনপ্রতি ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৩ কেজি চিনি, ৫০ টাকা কেজি দরে ১ কেজি মশুরের ডাল, ৮০ টাকা লিটার দরে সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল ও ২৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। ন্যায্য মূল্যে পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।  

এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মে ১৬, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।