ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা ফের বাড়লো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মে ১৩, ২০২০
ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা ফের বাড়লো

ঢাকা: অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা আরও এক মাস বাড়িয়ে আগামী ০১ আষাঢ় বা ১৫ জুন পর্যন্ত করেছে ভূমি মন্ত্রণালয়।

বুধবার (১৩ মে) ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করা হয়।

এতে বলা হয়, প্রচলিত বিধি অনুযায়ী প্রতি বাংলা বছরের ৩০ চৈত্রের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।

করোনা ভাইরাসের প্রভাবে দেশের চলমান পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে গত ৯ এপ্রিল অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা এক মাস বাড়িয়ে ১৩ মে পর্যন্ত করে নির্দেশনা জারি করেছিল ভূমি মন্ত্রণালয়। অর্থাৎ আজ ছিল বর্ধিত এ সময়সীমার শেষ দিন।

কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৬ মে পর্যন্ত ঘোষিত সাধারণ ছুটি থাকায় এই সময়েও কর আদায় করা সম্ভবপর হবে না মর্মে প্রতীয়মান হচ্ছে। এছাড়া পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটিও আসন্ন। এ অবস্থায় সাধারণ ও সংস্থা নির্বিশেষে সব শ্রেণির ভূমি উন্নয়ন কর আদায়/পরিশোধের সুবিধার্থে আগামী ০১ আষাঢ় বা ১৫ জুন পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায়ের সময়সীমা পুনরায় বাড়িয়েছে ভূমি মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ১৩, ২০২০
জিসিজি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।