ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে দোকান খোলা রাখার সিদ্ধান্ত থেকে সরে এল মালিক সমিতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, মে ১০, ২০২০
বরিশালে দোকান খোলা রাখার সিদ্ধান্ত থেকে সরে এল মালিক সমিতি .

বরিশাল: রোববার (১০ মে) থেকে দোকান খোলা রাখার সিদ্ধান্ত বাতিল করে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মালিক সমিতি।

শনিবার (০৯ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চকবাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জীবন ও জীবিকার মধ্যে জীবনকে প্রাধান্য দিয়ে ঈদ উপলক্ষে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

এর আগে রাতেই বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র আহবানে সারা দিয়ে নগরের কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে বৈঠকে বসেন মালিক সমিতির নেতৃবৃন্দ।

এসময় মেয়র করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে জনস্বার্থে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানান। মেয়রের এই আহবানে সারা দিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দও ঐক্যমত পোষণ করেন।

বৈঠক শেষে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ জানান, মূলত করোনার সংক্রমণ থেকে নগরবাসী তথা বরিশালবাসীকে রক্ষার জন্য ব্যবসায়ীদের এই অনুরোধ জানানো হয়। অনুরোধ রক্ষা করায় এসময় তিনি ব্যবসায়ীদের ধন্যবাদ জানান।

এদিকে সভাসূত্রে জানা গেছে, চকবাজার ব্যবসায়ী মালিক সমিতির এই সিদ্ধান্তের কথা ও মেয়রের আহবান বরিশাল নগরের অন্যান্য ব্যবসায়ীক মালিক সমিতিকে রোববার দুপুরের মধ্যে জানিয়ে দেয়া হবে।  

উল্লেখ্য, নগরের চকবাজার, কাঠপট্টি, লাইনরোড , হেমায়েত উদ্দিন রোড ও পদ্মাবতী এলাকায় ৫ শতাধিক দোকান রয়েছে। ঈদ কেনাকাটায় প্রতিবছর নগরবাসী এখানেই ভিড় জমিয়ে থাকেন।

এদিকে শনিবার সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের আহবানে ব্যবসায়ীরা আরো একটি বৈঠকে বসেন। বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ কমিশনার (এসি কোতোয়ালি) মো. রাসেল জানান, মূলত এ সভায় করোনা ভাইরাস ও বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা হয়।  

এসময় সংক্রমণ রোধে ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় দোকান বন্ধ রাখার বিষয়ে আলোচনা হলেও সে বিষয়ে মূলত ব্যবসায়ীরা বসে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন সহকারী পুলিশ কমিশনার।  

অপরদিকে বরিশাল জেলার যে সকল শপিংমল মালিক বা কর্তৃপক্ষ ঈদ পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তাদের কর্মচারীদের তালিকা জেলা প্রশাসনে প্রেরণের জন্য অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। তিনি জানান, বন্ধ থাকা ওই সকল দোকানের কর্মচারীদের পাশে জেলা প্রশাসন থাকবে।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘন্টা, মে ১০, ২০২০
এমএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।