ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিদ্ধিরগঞ্জের সব শপিংমল বন্ধ রাখার ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মে ৯, ২০২০
সিদ্ধিরগঞ্জের সব শপিংমল বন্ধ রাখার ঘোষণা

নারায়ণগঞ্জ: করোনা ভাইরাসের বিস্তার রোধে মানুষের জীবনের কথা চিন্তা করে ঈদ বাজারে খুলবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ব্যস্ততম শিমরাইল মোড়ের কোনো শপিংমল।

শনিবার (৯ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মার্কেট মালিক সমিতি।

এসময় সভায় হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট, হাজী নেকবর আলী চম্পক সুপার মার্কেট, ইউএস শপিং সেন্টার, হাজী বদরুদ্দিন সুপার মার্কেট, কাসসাফ শপিং সেন্টার ও চাঁন সুপার মার্কেটের পরিচালনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।    

হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী মো. দেলোয়ার হোসেন মরাদন আসছে ঈদ শপিংয়ে মার্কেট বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে মানুষের নিরাপত্তা বিবেচনায় ঈদ শপিংয়ে আমরা মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। শপিংমলে ভিড়ে করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে এ আশঙ্কা থেকেই শপিংমল না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ০৯, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।