ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মে ৯, ২০২০
অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা অভিযানে ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: করোনা ভাইরাসের উদ্বুদ্ধ পরিস্থিতি ও রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে রাজধানীতে বাজার তদারকি অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শনিবার (৯ মে) রাজধানীর মৌলভীবাজার মসলার পাইকারি বাজারে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আফরোজা রহমান ও উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস প্রমুখ।

অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে পণ্যের দাম বেশি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রচার সংরক্ষণ না করার অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব অভিযানে দেখা যায়, পাইকারি বাজারে জিরার দাম ২৭৮ টাকা বিক্রি করার কথা থাকলেও বিক্রি করা হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকা করে, লবঙ্গ ৫৩১ টাকা পাইকারী বাজারে বিক্রি করার কথা থাকলেও বিক্রি করা হচ্ছে সাড়ে ৭৫০ থেকে ৮৫০ টাকা দরে।

এ সময় ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার শারীরিক দূরত্ব বজায় রেখে ভোক্তা এবং ব্যবসায়ীদের পণ্য ক্রয়-বিক্রির করার জন্য অনুরোধ করেন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অহেতুক বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মে ০৯, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।