ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জুন পর্যন্ত পিপিই-সার্জিক্যাল মাস্কে কর মওকুফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মে ৬, ২০২০
জুন পর্যন্ত পিপিই-সার্জিক্যাল মাস্কে কর মওকুফ

ঢাকা: করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) ও সার্জিক্যাল মাস্ক (ফেস মাস্কসহ) উৎপাদন, ব্যবসায়ী, যোগানদার পর্যায়ে মূল্য সংযোজন কর ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (৬ মে) এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করেছে এনবিআর।

আদেশে বলা হয়, বর্তমানে করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে।

এরই অংশ হিসেবে বৈশ্বিক এ মহামারি মোকাবিলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন এসআরও নম্বর ৯২ আইন/২০২০/৬৯/ কাস্টমস, তারিখ ২২ মার্চ, ২০২০ এর মাধ্যমে আমদানি পর্যায়ে পিপিইসহ আনুষঙ্গিক পণ্য আমদানির ক্ষেত্রে সমুদয় শুল্ক কর অব্যাহতি দেওয়া হয়েছে।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আগামী দিনগুলোতে দেশে প্রচুর পিপিই ও মাস্কের প্রয়োজন হতে পারে। যা এ ধরনের দুর্যোগকালীন পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এ ধারা ১২৬ এর উপধারা ৩ এর প্রদত্ত ক্ষমতাবলে বৈশ্বিক মহামারি ও দুর্যোগকালীন সময়ে এসব পণ্য উৎপাদন, ব্যবসায়ী ও যোগানদাতা পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দিল।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ০৬, ২০২০
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।