ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন করলো সিটি ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন করলো সিটি ব্যাংক ব্যাংকের কর্মকর্তারা

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে সিটি ব্যাংক।

এ উপলক্ষে বুধবার (১৮ মার্চ) ঢাকার গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে মুজিববর্ষের লোগো সম্বলিত টি-শার্ট পরে ও হাতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন কর্মকর্তা ও কর্মচারীরা। ।

 

এ সময় প্ল্যাকার্ড প্রদর্শনে অংশ নেন ব্যাংকটির পরিচালক হোসেন মেহমুদ, মিসেস সৈয়দা শায়রীন আজিজ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফসহ সব নির্বাহী ও প্রায় ৬শ কর্মকর্তা।

প্ল্যাকার্ড  প্রদর্শন শেষে পরিচালকরা ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে মিলে ব্যাংকের বোর্ডরুমে মুজিববর্ষের বিশেষ কেক কাটেন। একই সময়ে একইভাবে আয়োজন ছিল সারাদেশে সিটি ব্যাংকের সব শাখায়।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।