ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভা ২৫ মার্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভা ২৫ মার্চ লোগো

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্রাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা ২৫ মার্চ অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।  

জানা গেছে, ওইদিন কোম্পানিটির পর্ষদ সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

এর আগে কোম্পানিটি ২২ মার্চ পর্ষদ সভা করার ঘোষণা দিয়েছিল। কিন্তু অনিবার্য কারণে কোম্পানিটি পর্ষদ সভার তারিখ পরিবর্তন করে।

কোম্পানির সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। পাশাপাশি ওই সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে জানানো হয়।

২০১৮ সালে কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এসএমএকে/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।