ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং

ঢাকা: রাজধানীর কারওয়ানবাজারে বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৮ মার্চ) দুপুরে ভোক্তা অধিকারের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।  

জানা যায়, প্রয়োজনের তুলনায় অনেকেই অতিরিক্ত চাল-ডাল-তেল-লবণ ও পেঁয়াজ সংগ্রহ করছেন এমন অভিযোগের ভিত্তিতে বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, অনেকেই আতঙ্কিত হয়ে অতিরিক্ত বাজার করছেন। লবণের সময় আমরা গুজব দেখেছি। এভাবে কেউ যেন বিভ্রান্ত না হন, আমরা সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের এবং ভোক্তাদের সচেতন করছি। সরকারের পর্যাপ্ত পণ্য মজুদ রয়েছে। রমজান উপলক্ষে সরকার যথেষ্ট পরিমাণ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুদ করেছে। বাহির থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেগুলো এরই মধ্যে আমদানি করা হয়েছে। এ কারণে পণ্যের সংকট তৈরির কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, আমরা ব্যবসায়ীদের অনুরোধ করছি কেউ যদি অতিরিক্ত পণ্য ক্রয় করতে চায়, তারা যেন তাদের বুঝিয়ে বলেন। এবং অতিরিক্ত পণ্য ক্রয়ে নিষেধ করেন। পাশাপাশি ভোক্তাদের অনুরোধ করবো, তারা যেন অতিরিক্ত পণ্য ক্রয় থেকে বিরত থাকেন। আপনারা এমন কিছু করবেন না, যার কারণে পরবর্তীতে আপনাদের বিড়ম্বনায় পড়তে হয়।

অতিরিক্ত পণ্য ক্রয় করলে কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আজকে আমাদের মন্ত্রী এবং ভোক্তা অধিদপ্তর পরিচালকের সঙ্গে মিটিং হচ্ছে। এ বিষয়ে যা যা করণীয় তার সবকিছুই করা হবে। কেউ যদি অতিরিক্ত পণ্য মজুদ করে, তাহলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে রাজধানীর ১৬টি মার্কেটে সাতটি টিম এ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।