ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘গ্রামীণ ব্যাংক’র নতুন চেয়ারম্যান সাইফুল মজিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
‘গ্রামীণ ব্যাংক’র নতুন চেয়ারম্যান সাইফুল মজিদ

ঢাকা: ‘গ্রামীণ ব্যাংক’র নতুন চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের  (আইবিএ) অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ।

সোমবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে রোববার (১৫ মার্চ) এ প্রজ্ঞাপন স্বাক্ষর করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গ্রামীণ ব্যাংক আইন ২০১৩-এর ধারা ৯ ও ১০ (১) অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রিশনের (আইবিএ) অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদকে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
জিসিজি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।