ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মুজিববর্ষ উপলক্ষে ৯০ হাজার টি-শার্ট দিলো বিজিএমইএ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
মুজিববর্ষ উপলক্ষে ৯০ হাজার টি-শার্ট দিলো বিজিএমইএ মুজিববর্ষ উপলক্ষে ৯০ হাজার টি-শার্ট দিলো বিজিএমইএ। ছবি: বাংলানিউজ

ঢাকা: মুজিববর্ষ উপলক্ষে ৯০ হাজার টি-শার্ট ও পোলো শার্ট দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

রোববার (১৫ মার্চ) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে টি-শার্ট ও পোলো শার্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান কামাল আবদুল নাসের চৌধুরীর হাতে এসব টি-শার্ট ও পোলো শার্ট হস্তান্তর করেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

এ সময় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



টি-শার্ট ও পোলো শার্ট হস্তান্তর অনুষ্ঠানে রুবানা হক বলেন, আমরা জাতির পিতার আদর্শকে আসলে কত জন ধারণ করি, সেটাই ভাবতে হবে। আমাদের যত উন্নয়ন হচ্ছে, সব উন্নয়নের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শটা থাকে।

তিনি বলেন, দেশের তৈরি পোশাক খাত বর্তমানে সংগ্রামের মধ্যে চলছে। তবুও আমরা পরাস্ত হবো না, কারণ বাঙালি কখনও পরাস্ত হওয়ার জাতি নয়। জাতির পিতার আদর্শকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।

অনুষ্ঠানে ড. কামাল আবদুল নাসের বলেন, মুজিববর্ষ উপলক্ষে বিজিএমইএ যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়।  ইতোমধ্যে মুজিববর্ষের আয়োজনের সঙ্গে যুক্ত হতে অনেক প্রতিষ্ঠান এসেছে। মুজিববর্ষের উদ্বোধনী আয়োজনকে বর্ণাঢ্য করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাস পরিস্থিতিতে আমরা অনুষ্ঠানকে ভিন্নভাবে সাজাচ্ছি। মুজিববর্ষ যেহেতু বছরব্যাপী তাই পুরো বছর জুড়ে আমাদের নানা আয়োজন থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
ইএআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।