ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিয়েলমির ৫আই ও সি২ স্মার্টফোন উন্মোচন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
রিয়েলমির ৫আই ও সি২ স্মার্টফোন উন্মোচন

ঢাকা: চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে নিয়ে আসছে তাদের নতুন দু’টো স্মার্টফোন, রিয়েলমি ৫আই ও রিয়েলমি সি২। এ লক্ষ্যে রাজধানীর এক হোটেলে অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে ফোন দু’টোর উন্মোচন করা হয়।

শনিবার (১৪ মার্চ) রিয়েলমি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ২.০ গিগাহার্টজের অপারেটিং ক্ষমতার প্রসেসরের রিয়েলমি ৫আই ফোনটি অ্যাকুয়া ব্লু ও ফরেস্ট গ্রিন, এ দুই রঙে পাওয়া যাবে।

চারটি ভিন্ন ভিন্ন ক্যামেরা থাকা এ ফোনটির মূল্য রাখা হচ্ছে ১২ হাজার নয়শ ৯০ টাকা।

অপরদিকে ২.০ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসরের রিয়েলমি সি২ ফোনটি পাওয়া যাবে ডায়মন্ড ব্লু ও ডায়মন্ড ব্ল্যাক রঙে। দুই গিগাবাইট র‌্যাম ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের এ ফোনটির মূল্য আট হাজার নয়শ ৯০ টাকা পড়বে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।