ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনা ভাইরাস আতঙ্কে শেয়ার বিক্রি করছেন বিনিয়োগকারীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
করোনা ভাইরাস আতঙ্কে শেয়ার বিক্রি করছেন বিনিয়োগকারীরা ডিএসই ও সিএসই লোগো

ঢাকা: করোনা ভাইরাসের আতঙ্কে বাংলাদেশের পুঁজিবাজার মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে একদিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ২৮০ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ৭৬৯ পয়েন্ট কমেছে।

করোনা ভাইরাস অর্থনীতিকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে এ আতঙ্কে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করেছেন বলে জানান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

মঙ্গলবার (১০ মার্চ) বিনিয়োগকরীদের উদ্দেশ্যে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সিএসই চেয়ারম্যান বলেন, ‘ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত দেশ চীনে সেটি নিয়ন্ত্রণে এসেছে। দেশটির উহান বাদে সব জায়গায় স্বাভাবিক জীবনযাপন ফিরে এসেছে। একদিনে নতুন আক্রান্ত রেগীর সংখ্যাও সবচেয়ে কম বলে জানা গেছে। ’

‘আমরা ধরে নিতে পারি চীন ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক খুব শিগগিরই স্বাভাবিক হবে এবং বিশ্ব অর্থনীতিও একই পথ অনুসরণ করবে। ’

‘এ বড় দরপতনের পর বাজারে মার্কেট পিই রেশিও অনেক কমে গেছে, যা ১০ পয়েন্টেরও কম। অনেক কোম্পানির শেয়ার সস্তা মনে হলেও ভবিষ্যতের ব্যবসায়ে ভালো সম্ভাবনা রয়েছে। ’

তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশ অর্থনীতিতে উন্নত দেশ হওয়ার সম্ভবনা রয়েছে। আমরা বিশ্বাস করি পুঁজিবাজারও অর্থনীতির এ গতিতে এগিয়ে যাবে। ’

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সম্পর্কে এক নির্দেশনা জারি করেছে, যেখানে ব্যাংক এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে। এ বিনিয়োগ এক্সপোজার হিসাবে বিবেচনা করা হবে না।

আসিফ ইব্রাহিম বলেন, ‘আমি যতদূর জানি কিছু ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করেছে। যারা এখনো এ প্রক্রিয়া শুরু করেনি, তাদের প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং সিনিয়র পরিচালকদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি বিনিয়োগের নির্দেশনা জারি করতে। ’

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এসএমএকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।