ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ কার পার্কিং ও বাণিজ্যিক কাজের জন্য জমি কিনবে। এ কারণে কোম্পানিটি গত ৫ মার্চ একটি চুক্তি সম্পন্ন করেছে।

রোববার (৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ২৮ হাজার ২৯১ বর্গফুট বাণিজ্যিক জায়গা এবং ১৬টি কার পার্কিংয়ের জন্য ৩২তলা বিশিষ্ট নির্মাণাধীন একটি বাণিজ্যিক ভবন কিনবে।

ভবনটির নাম ট্রেড ইন্টারকন্টিনেন্টাল ১৯৭৩। এ ভবনটির এক বিঘা এবং ১০ কাঠা জমি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে লিজ নেওয়া। প্লট নম্বর- ২১৩/এ। ভবনটি ঢাকা তেজগাঁও শিল্প ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত।

এ বাণিজ্যিক জমি কিনতে কোম্পানিটিকে প্রায় ৫২ কোটি ৬২ লাখ ৩৮ হাজার টাকা ব্যয় করতে হবে। ভবনটি কিনতে নিবন্ধন ফিসহ প্রয়োজনীয় খরচ কোম্পানি নিজে বহন করবে।

ভবন নিমার্ণ সম্পন্ন হলে ২০২৩ সালের জুলাই মাসে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।