ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নিউট্রিস্টার প্রতিযোগিতায় ‘ফিড মি’ জয়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
নিউট্রিস্টার প্রতিযোগিতায় ‘ফিড মি’ জয়ী

ঢাকা: ‘বাংলাদেশ নিউট্রিস্টার: নিউট্রিশন ইনোভেশন চ্যালেঞ্জ’- প্রতিযোগিতায় ‘ফিড মি’ বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রথম রানার আপ হয়েছে ‘খামার-ই’। আর দ্বিতীয় রানার আপ বিবেচিত হয়েছে ‘সাকো এন্টারপ্রাইজ’।

বৃহস্পতিবার (০৫ মার্চ) জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) এশিয়া প্যাসিফিক অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

শীর্ষ এই তিন বিজয়ীকে যথাক্রমে আড়াই লাখ টাকা, দুই লাখ টাকা এবং দেড় লাখ টাকা ব্যবসায়ীক পুঁজি হিসাবে পুরস্কৃত করা হয়েছে।

 

সান পিচ কমপিটিশন-২০১৯-২০ এর একটি অংশ বাংলাদেশ নিউট্রিস্টার প্রতিযোগিতার আয়োজক সান (এসইউএন) বিজনেস নেটওয়ার্ক বাংলাদেশ। যার সহযোগিতায় রয়েছে দি গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (জিএআইএন), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), শিল্প মন্ত্রণালয় এবং লাইটক্যাসল পার্টনারস।

প্রতিযোগিতাটির লক্ষ্য ছিল বাংলাদেশে উদ্ভাবনী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সমর্থন দেওয়া, যাতে খাদ্য ব্যবস্থার মূল চ্যালেঞ্জগুলো যেমন- খাদ্য সুরক্ষা, খাদ্য নকশা, ফসল কাটার পরে ক্ষতি এবং বাজার সংযোগ ব্যবস্থা সমাধান করা, এগুলোর প্রত্যেকটিই খাদ্য ব্যবস্থায় সবার জন্য সাশ্রয়ী মূল্যের, নিরাপদ এবং পুষ্টিকর খাবার সরবরাহে সীমাবদ্ধতা সৃষ্টি করে।

গত বছরের শেষ ভাগে প্রতিযোগিতার জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বান করার পর মোট ১৪০টি আবেদন গৃহীত হয়। যেখান থেকে সংক্ষিপ্ত তালিকায় ১০টি প্রস্তাব গ্র্যান্ড ফিনালের জন্য বিবেচনা করা হয়।

এর মধ্যে রয়েছে- খাস ফুড, শস্যপ্রবর্তন লিমিটেড, খামার-ই, পারমিদা এন্টারপ্রাইজ, সাকো এন্টারপ্রাইজ, ইউনিক অ্যাগ্রো সার্ভিসেস, ফিড মি, প্রকৃতি ফারমিং, প্রান্তজন অ্যাগ্রো এন্টারপ্রাইজ এবং ই-মেডি।

এদিকে, চূড়ান্ত প্রতিযোগীদের বাণিজ্যিকভাবে বিনিয়োগকারীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য বুধবার (০৪ মার্চ) একটি বিনিয়োগ-সন্ধ্যার আয়োজন করা হয়। যেখানে প্রতিযোগীরা নিজেদের ব্যবসার পিচটিকে পুষ্টি সংশ্লিষ্ট এবং বাণিজ্যিকভাবে আকর্ষণীয় করে তুলতে সহায়তা পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।