ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘পণ্যের মানের বিষয়ে কোনো আপস নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
‘পণ্যের মানের বিষয়ে কোনো আপস নেই’

ঢাকা: পণ্যের মানের বিষয়ে ছোট-বড় কারো সঙ্গে কোনো আপস নেই বলে জানিয়েছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। 

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে শিক্ষা সফরের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা জানান।

এ সময় অনুষ্ঠানে একই বিভাগের শিক্ষক ও বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মুয়াজ্জেম হোসাইন বলেন, ভোক্তার হাতে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে বিএসটিআই সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এক্ষেত্রে ছোট-বড় কারও সঙ্গে কোনো আপস নেই। বিএসটিআইয়ের মানচিহ্নকে আমরা জনগণের আস্থার জায়গায় নিতে চাই। একইসঙ্গে তিনি বাধ্যতামূলক ১৮১টি পণ্যে বিএসটিআইয়ের লোগো না থাকলে ক্রয় না করার আহ্বান জানিয়েছেন।

বিএসটিআই মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা সফরের আয়োজন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
জিসিজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।