ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান জসিম উদ্দিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান জসিম উদ্দিন সভা

ঢাকা: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দেশের শীর্ষ শিল্প পরিবার বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহ-সভাপতি মো. জসিম উদ্দিনকে তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

সোমবার (২ মার্চ) এ সভা অনুষ্ঠিত হয়।

একই সভায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম ও ম্যাক্স ইনফ্রাস্টাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মাদকে ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

এছাড়া সভায় দেশের বিশিষ্ট ব্যাংকার তারিক মোর্শেদকে ব্যবস্থাপনা পরিচালক ও দেশের অভিজ্ঞ ব্যাংকার সহিদ হোসেনকে উপদেষ্টা হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয়। যা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। এ সভায় ব্যাংকের অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

বুধবার (৪ মার্চ) ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ০৪, ০২২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।