ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সেচের অভাবে অনাবাদী ৩৮৭ গ্রামের জমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
সেচের অভাবে অনাবাদী ৩৮৭ গ্রামের জমি

হবিগঞ্জ: সেচ সুবিধা না থাকায় চলতি বোরো মৌসুমে চুনারুঘাট উপজেলায় প্রায় ৮ হাজার হেক্টর জমি অনাবাদী রয়েছে। ব্যয়বহুল হওয়ায় ব্যক্তি মালিকানাধীন সেচ ব্যবস্থা চালু করছেনা কেউ। যে কারণে বিপুল পরিমাণ ধান উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী। সরকারিভাবে সেচ প্রকল্প স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ৩৮৭ গ্রামের প্রতিটিতেই রয়েছে ছোট-বড় মাঠ। এগুলোতে বোরো চাষাবাদের উপযোগী জমি রয়েছে ১৮ হাজার ৪৫০ হেক্টর।

এর মধ্যে খাল, বিল, পুকুর ও অগভীর নলকূপ থেকে পানি উত্তোলনের মাধ্যমে ৯ হাজার ৪৫০ হেক্টর জমি চাষ করেন কৃষকরা। আর অল্প কিছু জমিতে চাষাবাদ হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। বাকি প্রায় ৮ হাজার হেক্টর জমিই থেকে যাচ্ছে অনাবাদী।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাটের বোরো ফসলের মাঠগুলোতে সেচ প্রকল্প চালু করতে হলে একমাত্র খোয়াই নদীকেই ব্যবহার করতে হবে। যা থেকে পানি উত্তোলন করা অত্যন্ত ব্যয়বহুল। তাই ব্যক্তি মালিকানাধীন কেউ সেচ প্রকল্প চালু করছেন  না। যে কারণে প্রতি বছরই হাজার হাজার মণ ধান উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী। সরকারিভাবে যদি মাঠগুলোতে গভীর নলকূপ স্থাপন অথবা নদী থেকে সেচের ব্যবস্থা করা হয় তাহলে ৮ হাজার হেক্টর জমিতে চাষাবাদ করতে পারবেন কৃষকরা।

উপজেলার কেউন্দা গ্রামের কৃষক আরজু মিয়া ও সিদ্দিক আলী জানান, অনাবাদী থাকা ৮ হাজার হেক্টর জমি চাষাবাদ করতে পারলে কয়েক হাজার পরিবার স্বাবলম্বী হতে পারতো। আর এই জমি চাষাবাদের ব্যবস্থা করা যেতে পারে একমাত্র সরকারিভাবে সেচ প্রকল্পের ব্যবস্থা গ্রহণ করা হলে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার জানান, পর্যাপ্ত সেচ সুবিধা না থাকায় প্রতি বছর শুকনো মৌসুম তথা বোরো মৌসুমে হাজার হাজার হেক্টর জমি অনাবাদী পড়ে থাকে। পাশেই রয়েছে খোয়াই নদী। ওই নদী থেকে পর্যাপ্ত সেচের ব্যবস্থা করা হলে প্রতি বছর বিপুল পরিমাণ জমির আবাদ করা সম্ভব। এসব জমি থেকে হাজার হাজার মন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।