ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মার্চ ২, ২০২০
সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’

ঢাকা: সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচতলায় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ মার্চ) ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার কর্নারটি উদ্বোধন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ কর্নারটি স্থাপন করা হয়েছে।

বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শের ওপর বই, ছবি, ডকুমেন্ট ও ভিডিওর সংগ্রহশালা তৈরি করা হয়েছে।

এখান থেকে গ্রাহক ও ব্যাংক কর্মকর্তারা বঙ্গবন্ধুর কর্ম ও জীবনাদর্শ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন।  

প্রধান কার্যালয় ছাড়াও সিটি ব্যাংক চট্টগ্রামের ও আর নিজাম রোড শাখা ও খুলনা শাখাতেও বঙ্গবন্ধু কর্নার স্থাপন করেছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিটি ব্যাংকের পরিচালক সাভেরা এইচ মাহমুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, মো. মাহবুবুর রহমান, মাহিয়া জুনেদ ও নূরুল্লাহ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।