ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডিসন পাওয়ার বাংলাদেশের সঙ্গে সনি চকোলেটের চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মার্চ ২, ২০২০
এডিসন পাওয়ার বাংলাদেশের সঙ্গে সনি চকোলেটের চুক্তি

ঢাকা: এডিসন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এডিসন পাওয়ার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সনি চকোলেট ইন্ডাস্ট্রিজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ চুক্তির আওতায় সনি চকোলেট ইন্ডাস্ট্রিজের একটি সুউচ্চ ১৮তলা নির্মিতব্য বিল্ডিংয়ের সাব স্টেশন এবং বাস বার ট্র্যাংকিং সিস্টেমের সব সুবিধা এডিসন পাওয়ার প্রদান করবে।  

এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শহীদ ও সনি চকোলেট ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ জনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

 

এ সময় এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ ও এডিসন পাওয়ারের বিজনেস ডিরেক্টর ইঞ্জিনিয়ার লকিতুল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।