ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভ্যাটের ভীতি দূর করতে সেমিনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
ভ্যাটের ভীতি দূর করতে সেমিনার প্রতীকী ছবি

ঢাকা: বাণিজ্যিক আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের ভ্যাট দেওয়ার ভীতি দূর করতে সেমিনার করতে যাচ্ছে দ্য রিয়েল কনসালটেশন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরির ভিআইপি হলে ‘মুসক আইন-২০১২ এ বাণিজ্যিক আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীর ব্যবসা পর্যায়ের ভ্যাট ব্যবস্থাপনা এবং আদর্শ মুসক আইন বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
 
এতে মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করবেন দ্য রিয়েল কনসালটেশনের লিড কনসালটেন্ট মো. আলীমুজ্জামান।


 
বাণিজ্যিক আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের কোন ব্যবস্থায় ভ্যাট দেওয়া সুবিধাজনক এবং ভ্যাট আইন বাস্তবায়নকারী কর্মকর্তার বিভ্রান্তিমূলক তথ্যের দ্বারা ভ্যাটের যে ভীতি তৈরি হয়েছে সেটা দুরীকরণের লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হচ্ছে।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দ্য ভাট সলিউশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সাবেক কমিশনার (এলটিইউ ভ্যাট) মো. আব্দুল কাফি, প্রধান আলোচক জিএসকের চেয়ারম্যান মাসুদ খান।

সেমিনারে ব্যবসায়ী প্রতিনিধি ও মুসক আইন বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থেকে মতামত দেবেন।
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এসই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।