ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেয়াদ বাড়লো গভর্নর ফজলে কবিরের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
মেয়াদ বাড়লো গভর্নর ফজলে কবিরের

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের মেয়াদ বৃদ্ধি করেছে সরকার। 

রোববার (১৬ ফেব্রুয়ার) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তার মেয়াদ বাড়ানোর তথ্য জানায়।

আদেশে বলা হয়, আগামী ২০ মার্চ অথবা যোগদানের তারিখ থেকে তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত অর্থাৎ আগামী ৩ জুলাই তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় পুনরায় নিয়োগ দেওয়া হলো।



এ চুক্তি ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে পূর্বের চুক্তিপত্রের শর্তাবলী অপরিবর্তিত রেখে পুনরায় সরকারের সঙ্গে চুক্তিপত্র সম্পাদন করতে হবে।  

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি-কাণ্ডের পর ২০১৬ সালের ১৬ মার্চ চার বছরের জন্য গভর্নর নিয়োগ পান ফজলে কবির।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০ 
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।